• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

প্রতিবারই ফিরেছি আপনাদের ভালোবাসায়: মাশরাফি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ ক্রিকেটের জাদুর কাঠি বললেও মনে হয় ভুল হবে না মাশরাফি বিন মুর্তজাকে। কতো বাধা-বিপত্তি অতিক্রম করে আজ পৌঁছে গেছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে। বনে গেছেন দেশের তরুণদের আইডল। নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটকে।

আজকের এতদুর আসার বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল চোটের আঘাত। কতবার চোটে পড়েছেন তার হিসেব হয়তো তারও মনে নেই। তবে সাতবার নিজের দুটা পা সপে দিতে হয়েছিল ডাক্তারের ছুরি-কাঁচির নিচে।
যতবার চোটে পড়েছিলেন ততোবারই তাঁকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিল দেশের ক্রিকেটের ভক্তরা। তাতে কি! ফিরে এসেছেন আরও শক্ত হয়ে। ঘুরে দাঁড়িয়েছেন বারবার। ঘুরে দাঁড়াতে শিখিয়েছেন দেশের ক্রিকেটকেও।
রোববার নিজের ২০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো কোনও ক্রিকেটার ছুঁয়েছেন এই মাইলফলক। যদিও এ নিয়ে কোনও উচ্ছ্বাস নেই মাশরাফির কাছে।

শনিবার সংবাদ সম্মেলনে তো সেটাই বললেন। ‘এই ব্যাপারটা আমার খেয়ালে ছিলো না তবে তার চাইতেও দলের জয়টা চাই আগে।’
সংবাদ সম্মেলনে এ নিয়ে তেমন কিছু না বললেও নিজের ফ্যান পেজে একটা পোট দিয়েছেন মাশরাফি।

‘প্রায় দেড় যুগ হয়ে গেল। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্ত মাঝ পথে ইনজুরি বাঁধা হয়ে দাঁড়িয়েছে বার বার। ইনজুরিতে পড়ে যখন মাঠ ছেড়ে বেরিয়ে আসতাম, তখনই মনে হতো আর মনে হয় ফিরতে পারবো না। কিন্ত আমি প্রতিবারই ফিরেছি, এটা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। যেকোনো প্রাপ্যই অনেক আনন্দের। আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২০০তম ম্যাচ খেলতে মাঠে নামছি। এই মাইলফলক স্পর্শ করতে পেরেছি আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে পাড়ি দিতে চাই বাকি পথও। দোয়া করবেন সবাই।’