• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আক্রান্ত তিনজন ফলস পজিটিভ, মাঠে গড়াচ্ছে প্রথম ওয়ানডে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০২১  

শ্রীলংকা ক্রিকেট দলের তিন সদস্য করোনা ফলস পজেটিভ হওয়ায় বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে নিয়ে কোনো শঙ্কা নেই। নিধারিত সময়েই মাঠে গড়াচ্ছে ম্যাচটি।

রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ম্যাচ হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। 

এর আগে, শ্রীলংকান ক্রিকেট দলের তিন সদস্যের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ শ্রীলংকা সিরিজ মাঠে গড়ানোর মোটে চার ঘণ্টা আগে এ খবরে রীতিমতো হুমকির মুখে পড়ে গিয়েছিল প্রথম ওয়ানডে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ দুপুর ১টায় শুরু হবে। ২৫ মে দ্বিতীয় আর ২৮ মে তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর কথা। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির, হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এ সিরিজে বাংলাদেশ দলের ওপর অনেক প্রত্যাশা সমর্থকদের। ঘরের মাঠে ফেবারিট টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে কখনোই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলংকা এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানেও লঙ্কানদের সুস্পষ্ট প্রাধান্য। শ্রীলংকা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত থেকে গেছে। আর ৫ বার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লঙ্কানরা। এছাড়া একটি মাত্র সিরিজে বাংলাদেশ লড়াই করে শেষ পর্যন্ত ২-১ এ হার মানে। সেটা ২০০৬ সালে দেশের মাটিতে।