• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

অক্টোবরেই তিন দলের ওয়ানডে সিরিজ, নেই মাশরাফী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০  

শ্রীলংকা সিরিজকে সামনে রেখে এক মাসের বেশি সময় ধরে দলীয় অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিরিজটি স্থগিত হওয়ায় আপাতত নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিক-মুমিনুলরা। চলতি মাসেই তিন দলের ওয়ানডে সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেখানে খেলতে পারবেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। 

মূলত কন্ডিশনিং ক্যাম্পে থাকা ২৭ ক্রিকেটার ও হাই পারফরম্যান্স দলের ক্রিকেটারদের নিয়ে তিনটি দল গঠন করবে বিসিবি। এরপর এই তিন দলের মাঝে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। যেহেতু এই ক্যাম্পে মাশরাফী নেই, তাই তার খেলা হচ্ছে না।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব ছেড়ে দেন মাশরাফী। তবে ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, যতদিন পারবেন ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। তবে দীর্ঘ বিরতির পর নিজেদের মধ্যে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজে থাকবেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, মাশরাফী এখন ফিট নেই। তাই এই সিরিজে সে খেলবে না। তিন দলের এই সিরিজে আমরা শুধুমাত্র সিস্টেমের মধ্যে থাকা ক্রিকেটারদেরই নেব। এখন যারা ক্যাম্পে আছেন, তাদের সঙ্গে হাই পারফরম্যান্স দলের কিছু খেলোয়াড়কে যোগ করা হবে। এরপর ওদের তিন দলে ভাগ করে দেয়া হবে।

বর্তমানে মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দ্বিতীয় ধাপের অনুশীলন চলছে। এটি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। শ্রীলংকা সফর স্থগিত হওয়ার পর ক্রিকেটারদের নিজেদের মাঝে প্রথমে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তবে পরে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ কমিয়ে তিন দলের ওয়ানডে সিরিজ আয়োজন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।