• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

এশিয়া কাপ আরচ্যারীর ফাইনালে রোমান সানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশ আরচ্যারীর এক উজ্জ্বল নাম রোমান সানা। বিশ্ব আরচ্যারীতে আবারও সাফল্য অর্জনের পথে রয়েছেন খুলনার রোমান সানা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রতিযোগিতার স্টেজ-৩ তে রিকার্ভ এককে ফাইনালে জায়গা করে নিয়েছেন এ আরচ্যার। আগামী শুক্রবার সোনা জয়ের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী চীনের ঝেনকি শি।

বুধবার সেমিফাইনালে চীনের লা তার বিপক্ষে রোমান সানার জয় এসেছে ৬-৪ সেট পয়েন্টে। ফিলিপাইনের ক্লার্ক সিটির এই প্রতিযোগিতায় এর আগে আরও তিন ধাপ বাধা পেরুতে হয়েছে রোমানকে।

দ্বিতীয় রাউন্ডে জিতেছেন ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে। প্রতিপক্ষ ছিলেন মিয়ানমারের এইচটেট জ থিনাই। তৃতীয় রাউন্ডে জিতেছেন থাইল্যান্ডের দেনচাই থেপার বিপক্ষে। জয়ের ব্যবধান ছিল ৬-০ সেট পয়েন্ট।

কোয়ার্টার ফাইনালেও তার জয়টা ছিল দাপুটে। রোমান সানা জিতেছেন ৭-১ সেট পয়েন্টে। এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন চাইনিজ তাইপের হুই ঝি ইয়াং।

এই ইভেন্টে বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী হাকিম আহমেদ রুবেল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। এছাড়া তামিমুল ইসলাম হেরেছেন তৃতীয় রাউন্ডে। মেয়েদের রিকার্ভ এককে বিউটি রায় দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন।