• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

গাজীপুরের ৬০ নারীকে সেলাইমেশিন দিলেন মেয়র

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ মে ২০২১  

গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাইমেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম ব্যাক্তিগত তহবিল থেকে নিজ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাইমেশিন বিতরণ করেন। গাজীপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।   

এ সময় গাজীপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, সংস্থার জেলা কর্মকর্তা শাহনাজ পারভীন, সদস্য হোসনে আরা সিদ্দিকী জুলি ও আয়েশা খাতুন শেলি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংস্থার চেয়ারম্যান সেলিনা ইউনুস জানান, চার মাসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী নারীরা যাতে ঘরে বসে না থাকেন এবং কাজ করতে পারেন এজন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে মেয়র মো. জাহাঙ্গীর আলম তার নিজস্ব অর্থায়নে এ সেলাইমেশিনগুলো দিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আরও সেলাইমেশিন দেওয়া হবে।