• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

গ্রীষ্মের দাবদাহে ভোগান্তিতে রাজধানীবাসী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০২১  

গ্রীষ্মের দাবদাহে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। গত দু'দিন ধরে চলছে এ অবস্থা। গরমে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া মানুষের। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কম। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দু'একদিন সময় লাগবে।

 সকাল থেকেই গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে খেটে খাওয়া মানুষ। তারা বলছেন, চৈত্রের এই তাবদাহে রিকশা কিংবা সিনজি চালানোর উপায়টুকু নেই। ঈদের আমেজ আছে এখনো তাই বিনোদন কেন্দ্র কিংবা পার্কগুলোতে যারা ঘুরতে আসছেন তারাও পড়ছেন চরম ভোগান্তিতে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আরব সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়ের কারণে বাতাসে আদ্রতার পরিমান কম। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দু'একদিন সময় লাগবে।