• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

চার চোখ-দুই মাথাওয়ালা বাছুর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জে চার চোখ ও দুই মাথাওয়ালা একটি বাছুর জন্ম নিয়েছে। বাছুরটির দুই মাথাই কর্মক্ষম। জন্মের পর অদ্ভুত এ বাছুর দুই মুখ দিয়েই দুধ খেয়েছে।

গরুটির মালিকের নাম মোসলেম উদ্দিন। তিনি বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

মোসলেম উদ্দিন বলেন, শনিবার বিকেলে বাছুরটি জন্মগ্রহণ করে। সাদাকালো রঙের ফ্রিজিয়ান জাতের বাছুরটি জন্মের পর থেকেই খুব দুর্বল। বাছুরটি এখনো বেঁচে আছে।

ওই এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, এটি একটি বিরল ঘটনা। এ ঘটনায় আমাদের এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চার চোখ ও দুই মুখওয়ালা বাছুরের কথা শুনে আমি দেখতে গিয়েছিলাম। এমন আশ্চর্যের ঘটনা আগে কখনো দেখিনি। এলাকার কেউ কেউ আবার বলছেন, আসল মাথা কোনটি? এ নিয়ে তর্কে জড়িয়ে যাচ্ছেন অনেকেই।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী জানান, বাছুরটি দেখার জন্য মানুষ ভিড় জমাচ্ছে। বাছুরটি জীবিত রয়েছে।