• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

চালক ছাড়াই সাত কিলোমিটার চললো ট্রেন, অবশেষে লাইনচ্যুত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

কোনো চালক ছাড়াই একজন যাত্রী নিয়ে চালু হলো ট্রেন। আর সাত কিলোমিটার অতিক্রম করার পর হলো লাইনচ্যুত। বুধবার ইতালিতে ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রেনটির চালক এবং কন্ডাক্টর ট্রেনটি স্টেশনে থামিয়ে বিরতিতে যায়। তখন ট্রেনটিতে মাত্র একজন যাত্রী ছিল। হঠাৎ কোনো চালক ছাড়াই ট্রেনটি মিলানের উত্তর দিকে এগিয়ে যায়। প্রায় সাত কিলোমিটার যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনের যাত্রীসহ মোট ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতালির রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কী কারণে ট্রেনটি কোনো চালক ছাড়াই চলতে শুরু করেছিলো তা তদন্তের মাধ্যমে দেখা হবে।