• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

জলাবদ্ধতায় দুর্ভোগে টঙ্গীবাসী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

বৃষ্টি হলে টঙ্গীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এতে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পর্যাপ্ত নালা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গত দু'দিনের টানা বৃষ্টিতে টঙ্গীর হোসেন মার্কেট, এরশাদ নগর, কলেজ গেট, স্টেশন রোড, পূর্ব থানা গেট, খাঁ পাড়া সড়ক ও আরিচপুর এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানির সঙ্গে কলকারখানার বর্জ্য মিশ্রিত পানি, পয়ঃনালা ও নর্দমার পানি মিশে পরিস্থিতি আরও খারাপ হয়। দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় হোসেন মার্কেট, খাঁ পাড়া সড়ক, সফিউদ্দিন রোড, সুরতরঙ্গ রোড, লেদু মোল্লা রোড, দত্তপাড়ার হিমার দিঘি রোড, জামাই বাজার, বউ বাজার, আরিচপুর, গাজীবাড়ি, মাছিমপুর, টঙ্গী থানা ও টঙ্গী সরকারি হাসপাতাল এলাকায়।

মাছিমপুর এলাকার আনিছুর রহমান বলেন, টানা বৃষ্টি হলে টঙ্গী সরকারি হাসপাতালে যাওয়ার কোনো উপায় থাকে না। হাসপাতালের বাইরে পানি জমে যায়।


আরিচপুর এলাকার রবিউল ইসলাম বলেন, এক সময় আরিচপুর ছিল টঙ্গীর অভিজাত এলাকাগুলোর অন্যতম। এখন মানুষ এই এলাকার নাম শুনলে নাক সিঁটকায়। তিনি বলেন, এমনিতেই ময়লা-আবর্জনার দুর্গন্ধে এলাকায় বাস করা কঠিন, তার ওপর জলাবদ্ধতা তাদের শান্তি কেড়ে নিয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সোহরাব হোসেন জানান, টঙ্গীতে ইচ্ছামতো বাসাবাড়ি, বিপণিবিতান ও কলকারখানা তৈরি করা হচ্ছে। কোথাও কোথাও ময়লা জমে নালা বন্ধ হয়ে গেছে। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।