• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

‘ধানবাদ ব্লুজ’-এর স্ক্রিপ্ট পড়ে মুখ শুকিয়ে যায় শ্রীতমার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮  

পেশায় ছিলেন ইন্টিরিয়র ডিজাইনার। দু’বছর আগে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার পরে কিছুদিন মডেলিং ও তার পরেই ২০১৭ সালে টেলিভিশনে ডেবিউ ‘গুরুদক্ষিণা’ ধারাবাহিক দিয়ে, তিন্নি চরিত্রে। টেলিপর্দার প্রথম কাজ থেকেই নজরে পড়েছিলেন অভিনেত্রী শ্রীতমা দে।

 

সম্প্রতি ওয়েব সিরিজ ‘ধানবাদ ব্লুজ’-এর ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই তিনি আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে। কয়লা মাফিয়া, খাদান ও তার সঙ্গে জড়িয়ে থাকা অন্ধকার জগৎ উঠে এসেছে হইচই-এর এই ওয়েব সিরিজটিতে। শ্রীতমা জানালেন, এই চরিত্রটি তাঁর কেরিয়ারে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।

‘‘হইচই-এর সঙ্গে আমার প্রথম কাজ দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন’। ‘ধানবাদ ব্লুজ’-এর যখন কাস্টিং চলছিল তখন দেবালয়দাই আমাকে রেফার করে সাহানাদির কাছে। তার পরে সৌরভদা, ঈশিতাদির সঙ্গে আলাপ হয়’’, এবেলা ওয়েবসাইটকে জানালেন শ্রীতমা, ‘‘ট্রিকস্টারের অফিসে বসে প্রথমদিন যখন আমি স্ক্রিপ্টটা পড়ি তখন আমার ভয়ে মুখ শুকিয়ে গিয়েছিল। কিন্তু তার পরে সৌরভদা, ঈশিতাদি আমাকে যেভাবে গাইড করেছে, শুধু ওরা নয়, পুরো ইউনিট যেভাবে আমাকে সাপোর্ট করেছে, সেটা না থাকলে আমি এই চরিত্রটা করতে পারতাম না।’’

এই ব্যতিক্রমী ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হল আজ ১৫ ডিসেম্বর থেকে। এই সিরিজের বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে ধানবাদের কয়লাখনি অঞ্চলে। নানা প্রতিকূলতা পেরিয়ে শ্যুটিং করতে হয়েছে পরিচালক সৌরভ চক্রবর্তী এবং তাঁর টিমকে। ‘‘প্রথম প্রথম আমার খুব ভয় করত, দিব্যেন্দুদা, রজতাভদা, রূপাঞ্জনাদি, অপাদির সঙ্গে কাজ, সেই নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম। হাঁ করে ওদের কাজ দেখতাম আর মনে মনে ভাবতাম এঁদের সঙ্গে আমাকে অভিনয় করতে হবে, আমি পারব তো? তার পরে যখন কস্টিউম পরতাম, মেক আপ করতাম, কিছু একটা শক্তি আসত মনের মধ্যে, মনে হতো পারব। ফ্লোরে ওঁরা প্রত্যেকে, ট্রিকস্টারের সবাই আমাকে এতটা সাহায্য করেছেন… আমি তাই পেরেছি। কতটা ভাল পেরেছি সেটা দর্শক বিচার করবেন’’, জানালেন অভিনেত্রী।

 

 

এই ওয়েব সিরিজে শ্রীতমার চরিত্রের নাম জন্নত। ধানবাদের অন্ধকার জগতের সদস্য এই চরিত্রটি যেমন বলিষ্ঠ, তেমনই রহস্যে ভরা। চরিত্রের নামকরণের মধ্যেই একটা বিরোধাভাস রয়েছে। অপরাধের অন্ধকূপে যার বাস, তার নাম ‘জন্নত’ অর্থাৎ স্বর্গ। অত্যন্ত ডায়নামিক এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা একটা বড় চ্যালেঞ্জ ছিল। শ্রীতমা অত্যন্ত দক্ষতার সঙ্গেই সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছেন।