• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

প্লে অফ নিশ্চিতের লড়াইয়ে ফিল্ডিংয়ে রাজশাহী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০  

বঙ্গবন্ধু টি-২০ কাপের লিগ পর্বের শেষদিনের খেলা মাঠে গড়াচ্ছে আজ। টুর্নামেন্টের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রাম। দুই দলের মাঠের লড়াইয়ের আগে টস জিতেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্লে অফ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে আগেই প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত করেছে মোহাম্মদ মিঠুনের দল। অন্যদিকে এখনো প্লে অফ নিশ্চিত করতে পারেনি মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই ম্যাচ জিতলে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকবে নাজমুল হোসেন শান্তর দল।

দুই দলের মুহোমুখি প্রথম দেখায় জয়ী হয়েছিল চট্টগ্রাম। রাজশাহীর জন্য এই ম্যাচটি তাই প্লে অফ নিশ্চিতের পাশাপাশি প্রতিশোধ নেয়ার সুযোগ। অবশ্য রাজশাহী এই ম্যাচ হারলেও প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে পরাজিত হতে হবে। দুই দলের সমান পয়েন্ট থাকলেও রান রেটের ব্যবধানে এগিয়ে আছে রাজশাহী।

দুই দলের একাদশ

গাজী গ্রুপ চট্টগ্রাম : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান শুভ, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : আরাফাত সানি, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, আনিসুল ইসলাম ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন।