• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বিশেষ ছাঁটে চুল কাটা ও রঙ করায় নিষেধাজ্ঞা ওসির!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯  

ছাত্র ও যুবকদের বিশেষ ছাঁটে চুল কাটা ও রঙ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন সখীপুর থানার ওসি আমির হোসেন। এক সপ্তাহ আগে সেলুন মালিকদের এ আদেশ দেন তিনি। উপজেলা শীল সমিতির নেতা ও সদস্যদের থানায় ডেকে এনে এমন আদেশ দেওয়ার পর থেকে সেলুনে বিশেষ ছাঁটে চুল কাটা ও রঙ করা বন্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও যুবকরা 'ভদ্র স্টাইলে' চুল কেটে থানায় এসে যথারীতি দেখিয়েও যাচ্ছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে উপজেলা শীল সমিতির সভাপতি সুরেশ বিশ্বাস বলেন, 'ছাত্র ও উঠতি বয়সী যুবকদের স্টাইল করে চুল কাটা ও রঙ না করার বিষয়ে থানার ওসি সতর্ক করে দিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি ওসি সমিতির নেতাদের থানায় ডেকে নিয়ে এ আদেশ দেন। পরে আমরা সভা করে উপজেলার সব শীলকে ওসির এ আদেশ জানিয়ে দিয়েছি।'

বিভিন্ন স্টাইলে চুল কাটা ও রঙ করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করতে পারেন কি-না, জানতে চাইলে ওসি আমির হোসেন বলেন, বখাটেরা স্টাইল করে চুল কেটে স্কুল-কলেজ চলাকালে রাস্তায় আড্ডা, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো, মাদক সেবন, মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা অপকর্ম করে। সে কারণে স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নিয়েছি। বিষয়টি মানা বা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার।