• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে বন্যা দুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য সহায়তা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২০  

বন্যায় ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।

 বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া অসহায় মানুষের মাঝে এসব খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জ জেলার হরিরামপুর, গালা, কাঞ্চনপুর, ঝিটকা ও রামকৃষ্ণপুর উপজেলার স্থানীয় হত দরিদ্র এক হাজার পরিবারের মধ্যে শুক্রবার (৩১ জুলাই) শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করে নৌবাহিনী।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দেয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। 

এসময় রামকৃষ্ণপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।