• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে ৭৫ জেলের জেল-জরিমানা, ৬ লাখ মিটার জাল ধ্বংস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

মানিকগঞ্জের শিবালয় এবং দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের দায়ে ৭৫ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৬ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার  দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার এই দণ্ড দেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন জানান, সরকারি সিদ্ধান্ত অমান্য করে যমুনা নদীর শিবালয় অংশে ইলিশ শিকারের দায়ে ৪২ জেলেকে আটক করে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। তাদের কাছ থেকে চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়াও জেলার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার যমুনা নদীর দৌলতপুর অংশে অভিযান পরিচালনা করে ৩৩ জেলেকে দুই লাখ মিটার কারেন্ট জালসহ আটক করে। পরে আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জনকে এক বছর করে কারাদণ্ড এবং বাকি ৯ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান এবং সহকারী কমিশনার জুয়েল আহমেদ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জেল-জরিমানা করেন। এছাড়া জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া জালগুলো ধ্বংস করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল আহমেদ।


শিবালয় ও দৌলতপুর উপজেলায় অভিযানের সময় জেলেদের কাছ থেকে মোট ৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে স্থানীয় এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।