• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে পাঁচ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সংবর্ধনা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১  

পাঁচ গুণীজন ও এক প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে আবৃত্তি সংগঠন ‘সৃজন মির্জাপুর’। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ।

সৃজন মির্জাপুরের সভাপতি সহিনুর রহমান খানের সভাপতিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল মালেক, রাজধানীর গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাকালীন পরিচালক আব্দুর রাজ্জাক খান রানা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কিসমত খোন্দকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা, বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা প্রমুখ বক্তৃতা রাখেন। 

অনুষ্ঠানের মাধ্যমে কবিতায় মির্জাপুর ইউএনও মো. আবদুল মালেক, সাংবাদিকতায় রাইজিং বিডি ডটকমের বিশেষ প্রতিনিধি কিসমত খোন্দকার, শিক্ষক ও সাংবাদিকতায় মির্জাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি (মরণোত্তর) বিবেকানন্দ চক্রবর্তী, কৃষিতে কৃষিবিদ ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মির্জাপুরে প্রথম নারী প্রধান শিক্ষিকা রওশন আরা এবং দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা দেয়া হয়।