• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে ভেঙে পড়ার ৮ মাসেও সেতু নির্মাণ শুরু হয়নি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া-অভিরামপুর সড়কের বংশীনগর এলাকার ইনথখাচালায় আট মাস আগে ভেঙে পড়া একটি সেতু পুনর্নির্মাণের কাজ আজও শুরু হয়নি। এতে করে ওই সড়কে চলাচলকারী মির্জাপুর, সখিপুর ও কালিয়াকৈর উপজেলার প্রায় ২০ গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসী জানায়, সেতুটি দিয়ে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর, কটামারা, ইনথখাচালা, বংশীনগর, দীঘিবাড়ি, মুথারচালা ও বালিয়াজানসহ সখিপুর উপজেলার রাজাবাড়ী, দেওয়ানপাড়া, বাজাইল ও কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া, মুনচালা ও পাগুড়াচালা গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করত। এছাড়া শতাধিক সিএনজিচালিত অটোরিকশা ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল করত। সেতুটি ভেঙে যাওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন জনসাধারণের চলাচলের সুবিধার্থে ওই স্থানে মাটি ফেলে সরু রাস্তা তৈরি করে দিয়েছেন। এতে ওই সড়ক দিয়ে এলাকাবাসী হেঁটে এবং সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারলেও মাঝারি ও ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এতে ওই এলাকার কৃষকরা উৎপাদিত পণ্যসামগ্রী হাটবাজারে আনা-নেওয়া করতে পারছেন না।

মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান জানান, সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রাথমিক নিবন্ধন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে টেন্ডারের মাধ্যমে সেতুটি পুনর্নির্মাণ করা হবে বলে তিনি আশা করেন।