• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

যশোর সেনানিবাসের গেটের আসল রহস্য!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

যশোর সেনানিবাসের নবনির্মিত গেটটির নাম স্বাধীনতার তোরণ।

১.উপরের বেয়নেট:- ৫৫ পদাতিক এর শৌর্য,বীরত্ব ,ক্ষিপ্রতার প্রতীক।

২.৩টি স্তম্ভ:- এটা মহানমুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মৃতি বহন করে।

৩.পর্যায়ক্রমিক উত্থান:- বাংলাদেশ আর্মির ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নএর প্রতিক

৪.বিশালত্ব:- সামরিক পেশার মহত্ত্ব, সেবা,উদারতা

৫.প্রথম স্তম্ভের সোনালী রং:- বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ কে উদ্দেশ্য করে

৬.লাল,সবুজ:- স্বাধীন,সার্বভৌম বাংলাদেশ

৭.উচ্চতা: ৫৫ ফুট।(৫৫ পদাতিক ডিভিশনের সাথে মিল রেখে।

বাঁশেরকেল্লা নামের পেজ থেকে ছড়ানো হচ্ছে এগেটটা নাকি ভারতের পতাকার সাথে মিল রেখে করা।যারা এখানে ভারতের পতাকা দেখতে পাচ্ছেন,তাদের চোখের চিকিৎসার জন্য পৃথিবীর বাইরে পাঠানো উচিত।

তথ্যঃ যশোর সেনানিবাস