• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শ্রী চৈতন্য সেবা সংঘ এর উদ্যোগে ১ নভেম্বর থেকে ৯ম সতীর্থ সম্মেলন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

রাজধানীর সন্নিকটে সাভার পৌর-এলাকার পালপাড়া শ্রী শ্রী ষড়ভূজ মহাপ্রভুর মন্দির (বড় আখড়া) প্রাঙ্গণে “শ্রী চৈতন্য সেবা সংঘ” এর উদ্যোগে পহেলা নভেম্বর থেকে শুরু হবে “৯ম সতীর্থ সম্মেলন-১৪২৭”। ৫ দিনব্যাপী এবারের সম্মেলন ০১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ০৫ নভেম্বর পর্যন্ত।

সম্মেলন এর প্রথম দিন সন্ধ্যায় শ্রী নন্দ গোপাল গোস্বামী শ্রী মদ্ভগবৎ গীতা পাঠ করবেন। করোনা পরিস্থিতির কারণে এবারের সম্মেলনে কীর্তন সহ অন্যান্য আয়োজন কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

সম্মেলনের সমাপনী দিন শুক্রবার (০৫ নভেম্বর ২০২০) সকাল সাড়ে ৯টা থেকে গুরু পূজা ও গুরু মুখে আলোচনা এবং দীক্ষাদান পর্ব শেষে দুপুরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে “৯ম সতীর্থ সম্মেলন-১৪২৭” এর সমাপ্ত হবে।