• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সাভারে প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মে ২০২১  

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হেল্প ফর ডিজএ্যাবিলিটি এন্ড ডিসট্রেস (এইচডিডি)র আয়োজনে গণস্বাস্থ্য কেন্দ্র এর আর্থিক সহযোগিতায় ১০০ জন প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় পরিচালিত গণস্বাস্থ্য কেন্দ্র এর গণস্বাস্থ্য সেবা ২০২১ এর আওতায় ৯ মে রবিবার সকালে ঢাকার সাভারের আড়াপাড়া জমিদার বাড়ির মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এইচডিডি’র প্রধান নির্বাহী সীমান্ত সিরাজ এর সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ কবি ও সাংবাদিক মুহাম্মদ শামসুল হক বাবু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি শাহনাজ আক্তার, সাংবাদিক আবদুল খালেক ও ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মনির হোসেন ।এছাড়াও উপস্থিত ছিলেন এইচডিডির স্বেচ্ছাসেবক ও ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের অসহায় প্রতিবন্ধী মানুষের সাহাযার্থ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান|