• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

হজের খুতবা এবার বাংলায়ও প্রচারিত হবে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

পবিত্র হজ ৯ জিলহজ। হজে গুরুত্বপূর্ণ একটি কাজ খুতবা প্রদান। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশ্যে এ ভাষণ প্রদান করা হয়ে থাকে। এতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার পাশাপাশি নিজেদের গুনাহ মাফ ও মুসলিম মিল্লাতের জন্য দোয়া করা হয়। এবার বাংলায়ও প্রচার করা হবে এ খুতবা।

সৌদি গণমাধ্যম গালফ নিউজ জানায়, গত বছর পাঁচটি ভাষায় এই খুতবা অনুবাদ করা প্রচারিত হয়েছিল। এবছর আরো পাঁচটি ভাষা বাড়ানো হয়েচে।

আরবির ছাড়াও যে ১০টি ভাষায় হজ খুতবা দেয়া হবে সেগুলো হলো—বাংলা, ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফেঞ্চ, ম্যান্দারিন, তুর্কি, রুশ ও হাবশি। 

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে। এতে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি অংশ নিচ্ছেন।

ইসলামের পবিত্র নির্দশন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। নামাজের সময় তো বটেই, কাবা শরীফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের মধ্যে। এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেককে সবসময়ের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।