• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

৭ মার্চ পালিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেশের বিভিন্ন জেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে । জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়। 


মানিকগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এছাড়া আওয়ামী লীগের আয়োজনে এই বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ আয়োজন করা হয়।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।