• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‌‘চলচ্চিত্রের মানুষরা যেনো সৎ মায়ের সন্তান’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯  

‘চিরজীবন দেখে এসেছি চলচ্চিত্রের মানুষরা যেনো সৎ মায়ের সন্তান। সেই পাকিস্তান আমল থেকে এমনটা হয়ে আসছে। আমরা চলচ্চিত্রে বঙ্গবন্ধু ছাড়া কাউকে পাইনি যিনি চলচ্চিত্রকে ভালোবেসেছেন। লালন-পালন করেছেন।’ শনিবার সন্ধ্যায় নতুন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেবাজ’র অভিষেক অনুষ্ঠানে চিত্রনায়ক একথা ইলিয়াস কাঞ্চন বলেন বলেন।

তিনি আরও বলেন, ‘এর আগে যিনি তথ্যমন্ত্রী ছিলেন তাকে আমি এক টকশোতে প্রশ্ন করেছিলাম, আপনি মন্ত্রী হয়েছেন। আপনি কি চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার জন্য কোনো পরিকল্পনা করেছেন? আমার প্রশ্ন শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। বুঝতেই পারেননি এধরনের একটি প্রশ্ন তাকে করব।

আসলে যিনি মন্ত্রী হন, চলচ্চিত্রের দায়িত্ব নেন তার তো কোন পরিকল্পনাই থাকে না। পরিকল্পনা না থাকলে চলচ্চিত্র শিল্পের উন্নতি কিভাবে হবে! সেজন্য আমি সবসময় বলি, আমরা চলচ্চিত্রের লোকেরা সৎ মায়ের সন্তান। সবসময় আমাদের সম্পর্কে নেতিবাচক কথা বলা হয়ে থাকে।

ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্র নাটক অভ্যাসের বিষয়। আমরা চলচ্চিত্র বানাতে পারিনা এমন নেগেটিভ কথা বলছি। এসব নেগেটিভ কথা কোথা থেকে আসছে সেটা ভাবতে হবে। এসব নেগেটিভ কথা বলে বাংলা চলচ্চিত্রকে পিছিয়ে দিচ্ছি। চলচ্চিত্র নিয়ে নেগেটিভ কথা বার্তা দুর করতে হবে। এখানে অনেক ভালো অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী রয়েছে। যদি তাদেরকে একটু পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে আমাদের সিনেমা অনেক এগিয়ে যাবে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন ছাড়া আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনাক আকবর হোসেন পাঠান ফারুক এমপি, সিনেবাজের প্রধান নির্বাহী জোসনা ইসলাম, স্বাধীন খশরু, নির্মাতা ইফতেখার চৌধুরী, রোমিম রায়হান, চিত্রনায়ক রোশান, বাপ্পি চৌধুরী, চিত্রনায়িকা জলি, দেবাশীষ বিশ্বাস সহ চলচ্চিত্রাঙ্গনের আরো অনেকেই।