• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে নকল মেহেদী ও কসমেটিক কারখানার সন্ধান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

মানিকগঞ্জে চায়না কোম্পানীসহ দেশের নামিদামি কোম্পানীর নকল মেহেদী ও কসমেটিক  তৈরির নকল  কারখানার সন্ধান মিলেছে।

সদর উপজেলার উচুটিয়া এলাকায় “মম প্রিয়াঙ্গণ” নামের বাড়ীতে অনুমোদনহীন আল-রাফি নামে কসমেটিক্স কোম্পানী গড়ে উঠে। দেশী বিদেশী ব্যান্ডের মেহেদী, ফেয়ারনেস ক্রীম,স্পট ক্রিম,ব্রেস্ট ক্রীম,হেয়ার ওয়েল,হেয়ার কালার,ফেসওয়াশসহ নানা প্রসাধনী তৈরি হতো এখানে।   

গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খানের নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালানো হয়।

জানা গেছে, প্রায় দু বছর ধরে  মানিকগঞ্জের ওই “মম প্রিয়াঙ্গণ”  নামের বাড়ীতে  প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই ধরনের নকল প্রসাধনী সামগ্রী তৈরি করে ঢাকার চকবাজার,সাভার,মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন  মার্কেটে  বিক্রিও করতো।

 

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান জানান, নকল কসমেটিক সামগ্রী তৈরির বিষয়টি জানতে পেরে ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানায় প্রস্তুতকৃত বিপুল পরিমান নকল মেহেদী ও ক্রীম জব্দ করা হয়। সেই সাথে কারখানাটি সিলগালাও করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, দৌলতপুর উপজেলার আনিসুর রহমানের ছেলে শাহীন প্রায় ২ বছর ধরে ওই বাসার নিচ তলায় ভাড়া নিয়ে প্রকারের মেহেদী দুই প্রকারের ফেয়ারনেস ক্রীম প্রস্তুত করে ঢাকার চকবাজারে বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল মেহেদী ক্রীম জব্দ করা হয়। কারখানাটি সীলগালা করে কারখানার মালিককে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।