• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

শিয়ালের পেটে গেল বৃদ্ধার আঙুল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ মে ২০২৪  

গাজীপুরের কালীগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে তিনজন আহত হয়েছেন। শিয়াল কামড় দিয়ে এক বৃদ্ধার আঙুল খেয়ে ফেলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার বেগম (৮০) তার ছেলে শারফুদ্দিনের বাড়িতে থাকেন।

বৃহস্পতিবার (২ মে) সকালে শারফুদ্দিনের বাসা থেকে বড় ছেলে শাহজাহানের বাড়িতে যাওয়ার পথে রাস্তায় পাগলা শিয়ালটি তার পায়ে কামড় দেয়। এ সময় তিনি মাটিতে পড়ে যান। ক্ষিপ্ত শিয়ালটি তাকে আবারও কামড় দিতে এলে তা প্রতিহত করার সময় হাতের একটি আঙুল কামড় দিয়ে কেটে খেয়ে ফেলে। তার চিৎকারে ছেলে-নাতিসহ আশপাশের লোকজন এগিয়ে এসে শিয়ালটিকে মারধর করলে মরার ভান করে মাটিতে পড়ে থাকে।

বৃদ্ধার বড় ছেলে শাহজাহান রাগ করে লাথি দিলে মরার ভান করা শিয়ালটি ক্ষিপ্ত হয়ে তার পায়েও কামড় দেয়।  স্থানীয়দের সহযোগিতায় শিয়ালের কামড়ে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, এর আগে পাগলা শিয়ালটি একই গ্রামের নাসির উদ্দিন শেখ নামের একজনকে কামড় দেয়। পাশাপাশি বেশ কয়েটি গরু-ছাগলকেও কামড়ায়। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবিব  বলেন, ‘ঘটনাটি শুনিনি। তবে পাগলা শিয়াল ধরার ব্যবস্থা আমার কাছে নেই।’