• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে প্রাণবৈচিত্র্য দিবস পালন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচন সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস। গতকাল বুধবার দুপুরে জেলার হরিরামপুরে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এবং পাখী লালন করি (পালক) নামের দুটি বেসরকারি উন্নয়ন সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষে আন্ধারমানিক গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডেভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পালকের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুর বাশাস সবুজ প্রমুখ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।