• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘মানবকল্যাণে রণদার অবদান অনুকরণীয়’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯  

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, ‘দানবীর রণদা প্রসাদ সাহা তার সর্বস্ব দিয়ে আর্তমানবতার সেবায় যেসব সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন মানবকল্যাণে তার এ অবদান অনুকরণীয় হয়ে আছে

শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বেলা ১১টার দিকে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা প্রমুখ পরে সেখানে তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য নবনির্মিত আট তলা আবাসিক ভবনের উদ্বোধন করেন দুপুর ১টার দিকে রিভা গাঙ্গুলী ভারতেশ্বরী হোমস চত্বরে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন

পরে কুমুদিনী কমপ্লেক্স সংলগ্ন লৌহজং নদীর তীর ঘেসা মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি ঘুরে দেখেন

এ সময় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম,  কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ভারতশ্বরী হোমেসের অধ্যক্ষ আনোয়ারুল হক, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান উপস্থিত ছিলেন