• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ নদী উত্তাল থাকায় ছোট লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

বাতাসে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে আজ সোমবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের ছোট লঞ্চ (এমএল) চলাচল বন্ধ রাখা হয়েছে তবে বড় (এমভি) লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে নদী শান্ত না হওয়া পর্যন্ত ছোট লঞ্চ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা বন্দর কর্তৃপক্ষ জানায়, আজ সকাল থেকেই বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে ওঠে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় দুর্ঘটনার শঙ্কা ছিল এই শঙ্কা থেকে সকাল সাড়ে আটটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ছোট লঞ্চ বন্ধ রাখতে আরিচা লঞ্চ মালিক সমিতিকে নির্দেশ দেওয়া হয় তবে আরিচা-নগরবাড়ি এবং দৌলতদিয়া-আরিচা নৌপথ তুলনামূলক শান্ত থাকায় লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে

বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, বাতাসের কারণে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী অধিকাংশ যাত্রী লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পার হচ্ছেন লঞ্চগুলোয় যাত্রীসংখ্যাও বেশ কম মেহেরপুর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবদুল মান্নান ঘাটে এসে নদীতে বড় বড় ঢেউ দেখে লঞ্চের বদলে ফেরিতে যাত্রা করেছেন তিনি তাঁর মতো আরও অনেকে লঞ্চের বদলে ফেরিতে নদী পার হতে দেখা গেছে

লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার মিলন বলেন, ‘সকাল থেকে বাতাস শুরু হলেও প্রথমে আমরা সব লঞ্চ চালু রেখেছিলাম বেলা বাড়ার সঙ্গে নদী আরও উত্তাল হয়ে উঠলে দুর্ঘটনার আশঙ্কায় সকাল সাড়ে নয়টা থেকে সব ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছি

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম বলেন, নদীতে প্রচণ্ড স্রোত দুর্ঘটনা এড়াতে লঞ্চ মালিক সমিতিকে সকাল সাড়ে আটটা থেকে সকল ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলেছি আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট লঞ্চ বন্ধ থাকবে