• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

গাজীপুরের হাসপাতালের ভেতরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ রোগীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

গাজীপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগের প্রকোপ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন তাদের মধ্যে ৩৫ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৯ জন শিশু

হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অনেকেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠছেন হাসপাতালে প্রচুর মশার উৎপাতসহ কিছু কিছু বিষয়ে অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও ডেঙ্গু রোগের চিকিসা নিয়ে মোটামুটি সন্তুষ্ট তারা অবশ্য হাসপাতালের পরিচালক ডা. আমীর হোসাইন রাহাত জানান, হাসপাতালের ভেতরের মশা নিয়ন্ত্রণ তাদের সম্ভব নয় ইতিমধ্যেই মশা নিয়ন্ত্রণের জন্য সিটি করপোরেশনকে তারা লিখিতভাবে অবহিত করেছেন শুক্রবার সকালে হাসপাতাল ঘুরে দেখা গেছে, প্রায় সব ডেঙ্গু রোগী হাসপাতালের বেডে মশারির নিচে অবস্থান করছেন

অসংখ্য মশা হাসপাতালের ভেতরেই ভন ভন করছে আলাদা ওয়ার্ডও রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য এরই মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ওই হাসপাতাল পরিদর্শন করে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষকে

 তাদের নির্দেশনার পরই নতুন রুম খালি করে বারান্দা ও ফ্লোর থেকে রোগীদের রুমে স্থানান্তর করা হয়েছে সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য অতিরিক্ত ফি নেয়ারও তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে বাইরে প্রাইভেট ক্লিনিকে কোথাও কোথাও অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ রয়েছে

 শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর মাঝে অধিকাংশই পুরুষ এবং তাদের বেশির ভাগই তরুণ-যুবক এই রোগীদের মধ্যে অনেকে আবার আক্রান্ত হয়েছেন রাজধানী ঢাকায় কেউ কেউ আবার নিজেদের কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে মশার কামড়ে আক্রান্ত হয়েছেন বলেও মনে করছেন নগরের শিমুলতলী এলাকায় বসবাসরত আলাল ড্রাইভারের ছেলে দশম শ্রেণির ছাত্র রাকিব (১৬) বলছে, সে ওই এলাকার বিএমটি এফ স্কুলে লেখাপড়া করে ওই স্কুলের ক্লাস রুমে সকালে যাওয়ার পর প্রতিদিনই প্রচুর পরিমাণে মশা দেখতে পায় এবং ক্লাসে মশার কামড়েই আক্রান্ত হয়েছে বলে তার নিজের ও তার পিতার ধারণা

বৃহস্পতিবারই তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে   ভর্তি হওয়ার আগে হাসপাতালের পাশের সিগমা ডায়াগনস্টিক হাসপাতালে ডেঙ্গুর জন্য রক্ত পরীক্ষা করাতে তাদের খরচ হয়েছে ৮০০ টাকা জেলার কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা ডেঙ্গু রোগী রুহুল আমীন (২৫) হাসপাতালের ১৩ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী

 রুহুল আমীন জানালেন, ঢাকায় আক্রান্ত হয়ে গ্রামের বাড়ি এসেছেন ৫০০ টাকা ফি দিয়ে প্রথমে পরীক্ষা করিয়েছেন কালিয়াকৈরের একটি প্রাইভেট হাসপাতালে তাজউদ্দীন হাসপাতালে বৃহস্পতিবার ভর্তির পর শুক্রবার সকাল পর্যন্ত রক্ত পরীক্ষা করা হয়নি তবে তাকে হাসপাতাল থেকে জ্বরের ওষুধ দেয়া হচ্ছে হাসপাতালের বেডে মশারির ভেতরে থাকলেও মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলছেন, মশার স্প্রে দেয়া হয় না, পরিবেশ ভালো নয়, দুর্গন্ধ টয়লেটে দীর্ঘ লাইন, অপরিষ্কার-নোংরা পরিবেশ পাশের বেডে থাকা মানিক সাহার বাসা শহরের শিববাড়ি মোড় এলাকায় কর্মস্থল চান্দনা চৌরাস্তায় হাসপাতালের বাইরে পপুলার হাসপাতালে পরীক্ষা করিয়েছেন ৫০০ টাকায় তিনি বলছেন, হাসপাতালের চিকিৎসা একটু ঢিলেঢালা ওষধুপত্র চেয়ে চেয়ে নিতে হয়

বারান্দার একটি বেডে থাকা রোগী মো. সোহেল (২২) জানান, তিনি চাকরি করেন ঢাকার যাত্রাবাড়ীতে থেকে লিরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে চাকরি করেন জরে ভুগছেন কয়েকদিন ধরে বৃহস্পতিবার ভর্তি হয়েছেন এই হাসপাতালে তার কাছ থেকে সিবিসি ও ডেঙ্গু পরীক্ষার জন্য নেয়া হয়েছে ২০০ টাকা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস জানান, গতবারের চেয়ে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি তাই বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে

হাসপাতাল কর্তৃপক্ষ এই রোগীদের নিয়ে সতর্ক রয়েছেন এবং আন্তরিকতার সঙ্গেই চিকিৎসা করে যাচ্ছেন জ্বরে আক্রান্ত হলে দেরি না করে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিসকের পরামর্শ নিতে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন তিনি