• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০১৯  

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অনুষ্ঠানের এায়াজন করা হয়। সকালে শিশু কিশোরদের অংশ গ্রহনে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, মুক্তির মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন, শোক র‌্যালি এবং র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন কার হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. মইনুল হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস, আওয়ামীলীগের কেন্দ্রীয় ও জেলা নেতা মেজর(অব.) খন্দকার এ হাফিজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার ও অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মদ্যে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এদিকে নারী শিক্ষা, নারী জাগরন ও মানব সেবার অন্যতম প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্সে সকালে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও কুমুদিনী কল্যাণ সংস্থার শিক্ষা পরিচালক প্রতিভা মুৎসুদ্দি। বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ। শোক র‌্যালিতে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।