• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আশি কারখানা বন্ধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

তৈরি পোশাক খাতে নতুন ঘোষিত মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে টানা আন্দোলনে নেমেছে শ্রমিকরা শ্রমিকরা তাদের দাবিতে অনড় শুক্রবারও (১৪ ডিসেম্বর) কারখানার কাজে যোগ দেয়নি শ্রমিকরা শুক্রবার পর্যন্ত আশুলিয়া, গাজীপুর নারায়ণগঞ্জে কমপক্ষে ৮০টির অধিক পোশাক কারখানার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসলে সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মালিকরা

এদিকে পরিস্থিতি সামাল দিতে শনিবার (১৫ ডিসেম্বর) ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা আহবান করা হয়েছে এছাড়া ১৬ ডিসেম্বর পর্যন্ত অনেক কারখানা সাধারন ছুঁটি ঘোষণা করেছে বলে জানা গেছে

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আশুলিয়া গাজীপুরের একটি অংশ ঘিরে একই পরিস্থিতি বিরাজ করেছে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিকভাবেই কারখানা ছুটি হয়ে যাচ্ছে উদ্ভুত পরিস্থিতিতে শনিবার (১৫ ডিসেম্বর) ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা আহবান করা হয়েছে নতুন কোনো সিদ্ধান্তের প্রয়োজন পড়লে সেখানে নেয়া হবে

শিল্প অধ্যুষিত অঞ্চলগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, নতুন মজুরি কাঠামোয় অসন্তোষ প্রকাশ করে টানা ৬ষ্ঠ দিনের মতো অনেক শ্রমিক কারখানায় এসেও কাজ না করে ফিরে যান এক পর্যায়ে কারখানা বন্ধ করে দেয়া হয় কর্মবিরতির ঘটনা আশুলিয়ায়ই বেশি ঘটেছে এলাকায় পোশাক কারখানা আছে প্রায় ২০০টি এর মধ্যে ৪৩টি কারখানা শ্রমিকদের কর্মবিরতির ঘটনায় বন্ধ করে দেয়া হয়েছে

শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো হতে জানা যায়, ডিসেম্বর থেকে প্রতিদিনই কর্মবিরতি কারখানা বন্ধের ঘটনা বাড়ছে ডিসেম্বর কর্মবিরতি বন্ধ হয় সাত-আটটি কারখানা পরদিন সংখ্যাটি বেড়ে হয় প্রায় ১২ ১১ ডিসেম্বর বন্ধ হয় প্রায় ২৩টি, ১২ ডিসেম্বর ৩৬টি সর্বশেষ ১৩ ডিসেম্বর বন্ধ হয় ৪৩টি কারখানা সব মিলিয়ে প্রায় ৮০টি কারখানায় কর্মবিরতি উৎপাদন বন্ধের ঘটনা ঘটেছে সংখ্যাটি ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা