• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সাটুরিয়ায় অর্ধশতাধিক গবাদি পশুর মৃত্যু!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮  

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকা (ভ্যাক্সিন) এর অভাবে অর্ধশত গবাদি পশুর ইতোমধ্যে মৃত্যু হয়েছে সরেজমিন জানা যায়, উপজেলার দড়প্রাম, বরাইদ, দিঘুলিয়া ও তিল্লী ও হরগজ ইউনিয়নে গবাদি পশু তরকা, বাদলা এবং ক্ষুরা রোগের সময় সাপেক্ষে ভ্যাক্সিন প্রদান না করার কারনে লক্ষ লক্ষ টাকার মূল্যের গবাদি পশুর মৃত্যু হয়েছে

বিশেষ করে দড়গ্রাম ইউপিতে জরা এবং তরকা রোগে অর্ধ শতাধিক গবাদি পশু মৃত্যু হয়েছে এলাকার ভুক্তভোগী কৃষকদের অভিযোগ সরকারিভাবে যারা ভ্যাক্সিন প্রদান করে থাকে তারা নগদ টাকা চায়, আবার না দিলে গবাদি পশুকে ভ্যাক্সিন প্রদান করে না

আবার প্রতি গরু প্রতি পঞ্চাশ টাকা হতে একশত টাকা করে দিলে তারা বিভিন্ন লোকের মাধ্যমে আমাদের পশুদের ভ্যাক্সিন দিয়ে থাকেন এতে করে আমাদের গবাদি পশু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে নাম না প্রকাশ করে শর্তে এক পল্লী চিকিৎসক জানান, উপজেলা প্রাণী সম্পদের নিযুক্ত কিছু পল্লী চিকিৎসক নামে যে ডাক্তারা এলাকায় কাজ করে তারা টাকার লোভে গরু মোটা তাজাকরণে কথা বলে ভিটামিনের কথা শুনিয়ে বিভিন্ন ধরনের ডেক্রামেথাসন সোডিয়াম গ্রুপের ক্ষতিকারক ইনজেকশন ডেক্সারয়েড, স্টেরন, ডেকাসন, ডেক্সাভেট ইত্যাদি ব্যবহার করে থাকে

এতে করে পবাদি পশুর মৃত্যুর হার বাড়ায় এবং গরুর মাংস ও দুধ আগের মত স্বাদ  পাওয়া যায় না দড়গ্রাম ইউপির রৌহা উত্তরপাড়ার আঃ হালিমের ছেলে হাবিবুর রহমান (৫৫) বলেন, সরকারিভাবে এ পর্যন্ত কোন প্রকার ভ্যাক্সিন আমরা পাইনি এবার আমার চারটি গরু ক্ষুরা রুগে আক্রান্ত হয়ে একটি গরু মারা গেছে তিনি আরো বলেন, আমাদের মহল্লাতে দুই শত বেশি ক্ষুরা ও তরকা রোগে আক্রান্ত হয়ে তিনটি গরুর মৃত্যু হয়েছে

একই গ্রামের হাসেমের স্ত্রী চম্পা আক্তার (৪৫) বলেন, সরকারিভাবে কোনো দিনও  আমাদের গরুকে ভ্যাক্সিন দেয়নি তাই এবারও তরকা রোগে দেড় লক্ষ টাকার মূল্যের গাভীন গরু মারা গেছে

 উপজেলার ভেটেরিনারি সার্জন সহকারী মোঃ জালালউদ্দিন সাথে জানান, ভ্যাক্সিন না দেওয়ার কারনে উপজেলায় গবাদি পশুর মৃত্যু হয়েছে বিষয়টি আমার জানা নেই তবে, আমাদের এনএটিভি প্রকল্পের জনবল শূন্য থাকার কারণে উপজেলা অফিসে আমাদের কাজ করতে হয় যার ফলে অনেক সময় অনেক ইউনিয়ন প্রয়োজন অনুসারে যেতে পারছি না