• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বই ফেরত ৯০বছর পর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লার্চমন্ট পাবলিক লাইব্রেরি থেকে ১৯৩৩ সালে একটি বই ধার নিয়েছিলেন জিমি এলিস। বইটি গ্রন্থাগার কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়েছে ৯০ বছর পর। দীর্ঘ সময় বিলম্বের জন্য জরিমানা গুনতে হয়েছে বই ফেরত দেওয়া ছেলেকে। তবে তা মাত্রই পাঁচ ডলার।

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, পোলিশ-ব্রিটিশ ঔপন্যাসিক জোসেফ কনরাডের লেখা ‘ইয়ুথ অ্যান্ড টু আদার স্টোরিজ’ বইটি যৌবনে ধার নিয়েছিলেন জিমি এলিস। ১৯৭৮ সালে তিনি মারা যান।

গত জুলাইয়ে বাবার ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে বইটি দেখতে পান ছেলে জনি মরগান। দেখা যায় সেটি গ্রন্থাগার থেকে ধার করা। বইটি ফিরিয়ে দিতে মরগান গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। গত সেপ্টেম্বরের শেষের দিকে গ্রন্থাগারের ঠিকানায় বইটি ফেরত পাঠান তিনি।

খবরে বলা হয়েছে, ১৯২৬ সালে গ্রন্থাগারটি প্রতিষ্ঠার পর থেকে এত দীর্ঘ সময় বই ধার নিয়ে রাখার ঘটনা সম্ভবত এটিই প্রথম। জরিমানার বিষয়ে লার্চমন্ট গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, বই ফেরতের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে দিনপ্রতি ২০ সেন্ট জরিমানা করে তারা।

সর্বোচ্চ জরিমানার অঙ্ক পাঁচ ডলার। ৩০ দিনের মধ্যে ধার নেওয়া বই ফেরত না পেলে তা হারিয়ে গেছে বলে বিবেচনা করা হয়। প্রয়াত জিমি এলিসের ধার নেওয়া বইটি ফেরত নেওয়ার সময় সর্বোচ্চ জরিমানাই নেওয়া হয়েছে।