• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৬

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

গাজীপুরের মাওনা এলাকায় নোমান গ্ৰুপের জারবা টেক্সটাইল মিল নামে একটি কারখানার জেনারেটরের গ্যাস লাইন বিস্ফোরণে ছয় কর্মী দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার ওই কারখানায় এই ঘটনা ঘটে। 

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, গ্যাস জেনারেটরের লাইন বিস্ফোরণে কয়েকজন কারখানার কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

তিনি জানান, রাত ৯টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পান তারা। পরে ঘটনাস্থলে আসার আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তার তথ্যমতে আহত ও দগ্ধরা হলেন- সিদ্দিকুর রহমান, মো. মিজানুর রহমান, সজীব মিয়া, রিপন মিয়া, খলিলুর রহমান, হাফিজুর রহমান। 

তিনি আরো জানান, বিস্ফোরণে জেনারেটর রুমের দরজা- জানালা ভেঙে গেছে। বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ধরেছিল।

স্থানীয় আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের এমপি ইকবাল হোসেন। তিনি উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের কাছে ঘটনার বর্ণনা শুনেন।

এদিকে এ বিষয়ে তথ্য নিতে কারখানার মূল ফটকে গেলে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি। কারখানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কয়েকজন সদস্য। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।