• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

লালবাগ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

রাজধানীর পুরান ঢাকার লালবাগের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দীলিপ কুমার ঘোষকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহকারী পরিচালক (এডি) আব্দুল হালিম এবং উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাসকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছে।

পুরান ঢাকার লালবাগে বুধবার রাতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ইসলামবাগ এলাকার পোস্তা ঢালের ওয়াটার অক্সফোর্ড রোডে রাত পৌনে ১১টার দিকে প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

তিনি বলেন, ঈদের বন্ধের কারণে কারখানায় কেউ ছিলেন না বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আর বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কাও নেই।