• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

‘বাংলার মাটিতে মুজিবের খুনিদের ঠাঁই নাই’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বাংলার মাটিতে মুজিবের খুনিদের ঠাঁই নাই। দেশে আর কোনোদিন জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না। স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তি স্থান পাবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশগুলোর সঙ্গে ষড়যন্ত্র করে যারা জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

ডা. মুরাদ হাসান আরো বলেন, স্বাধনীতার বিরোধিতাকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার এ অপচেষ্টা কখনোই সফল হবে না। গুজব-আতংকের রাজনীতি করে কখনোই ক্ষমতা দখল করা যায় না।

এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর-৫ আসনের এমপি মো. মোজাফফর হোসেন, জামালপুরের ডিসি আহমেদ কবীর, এডিসি (সার্বিক) রাজিব কুমার সরকার, এসপি মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের সিইও খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. গৌতম রায়, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. ফজলুল হক আকন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা প্রমুখ।