• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

‘পার্বত্য চট্টগ্রামে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরতে হবে’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে পার্বত্য চট্টগ্রামের মানুষ উন্নয়নের স্বপ্ন দেখতে পারতো না। পার্বত্য চট্টগ্রামে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনবার পার্বত্য চট্টগ্রামে এসেছিলেন। তিনিই পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের পরিকল্পনা করেছিলেন। বাবার স্বপ্ন পূরণ ও পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতা নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ডিসি মো. শহিদুল ইসলাম, এসপি মো. আহমারুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পৌর মেয়র মো. রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশুতোষ চাকমা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা প্রমুখ।