• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ভোলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার বলেছেন, ভোলায় গত দুই দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতার কারণেই দিন দিন ডেঙ্গুর প্রকোপ কমছে। এখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার ভোলা সদর হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. রথীন্দ্রনাথ আরো বলেন, ভোলায় এ পর্যন্ত ২০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২১ জন ভোলা সদর হাসপাতালে, ১০ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন বলেন, ঈদে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও এখন কমতে শুরু করেছে। ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু শনাক্তের সব পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। ওষুধও বিনামূল্যে দেয়া হচ্ছে।