• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

জাতিসংঘের সদর দফতরে শোক দিবস পালিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসুচি পালন করা হয়।

কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে জাতীয় শোক দিবসের প্রথম পর্বের কর্মসূচী শুরু হয়। তিনি কনস্যুলেটের সব কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতা, তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুন নেসা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোচনা করেন এবং তার স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সেলর মিজ্ আয়েশা হক, কাউন্সেলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব জনাব মোঃ শামীম হোসেন এবং কনস্যুলার সহকারী জনাব মো. আকিব হাসান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন প্রথম সচিব জনাব মো. শামীম হোসেন।