• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঘুমন্ত স্বামীর গলায় ছুরি চালালেন স্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

পটুয়াখালীতে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে স্বামীকে গলাকেটে হত্যাচেষ্টা চালিয়েছেন স্ত্রী ও তার বাড়ির লোকজন।

ওই ঘটনায় আহত ইলিয়াস জোমাদ্দার মুমূর্ষু অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের স্বাধীনতা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বোন মাকসুদা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ইলিয়াসের মা নুরজাহান বেগম জানায়, গত ১৫ দিন আগে বাসায় বসে তিন বছরের শিশুকন্যা জামিলা মোবাইলে গেমস খেলছিল। এতে ইলিয়াস আপত্তি জানালে স্ত্রী মোসা. তানিয়া বেগমের সঙ্গে ইলিয়াসের বাকবিতণ্ডা হয়।

এ ঘটনায় ইলিয়াস মেয়েকে চর মারে। পরে স্ত্রী তানিয়া রাগ করে বাবার বাড়ি চলে যান। বৃহস্পতিবার ইলিয়াস তার স্ত্রী নিতে তার বাসায় যান। দুপুরের খাবার খেয়ে ইলিয়াস ঘুমিয়ে পড়লে স্ত্রী তানিয়া, শ্যালক মেহেদী হাসান এবং তানিয়ার বোন রানী বেগম ঘুমন্ত অবস্থায় ছুড়ি দিয়ে গলাকাটার প্রস্তুতি নিয়ে আঘাত করেন। এ সময় ইলিয়াস ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

এ সময় ইলিয়াসের স্ত্রী-শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইলিয়াসকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনায় জরুরি বিভাগের চিকিৎসক আনিদ্য কুমার বলেন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে অবস্থা বুঝে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়া হতে পারে।

সদর থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।