• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বিদেশিদের শেয়ার কেনার পরিমাণ বেড়েছে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ জুলাই ২০১৯  

দেশের পুঁজিবাজারে চলতি অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনার পরিমান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

জানা গেছে, চলতি বছরের ছয় মাসে বিদেশি বিনিয়োগকারীরা ২ হাজার ৩২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ২ হাজার ১৮৪ কোটি ৫০ লাখ টাকার।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিক্রির চেয়ে ৪৯৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট বেশি কিনেছেন। পরবর্তী ৪ মাসে কেনার চেয়ে ৩৫৩ কোটি ৫৯ লাখ টাকা বেশি বিক্রি করেছেন। এ হিসাবে ছয় মাসে বিক্রির চেয়ে কেনার পরিমাণ ১৪৪ কোটি ৮৯ লাখ টাকা বেশি।

চলতি বছরের মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীরা কেনার চেয়ে ১২৩ কোটি ৭১ লাখ টাকার বেশি শেয়ার ও ইউনিট বিক্রি করেছেন। এছাড়া এপ্রিল মাসে ১৫৪ কোটি ১৯ লাখ টাকার, মে মাসে ৬৫ কোটি ১৭ লাখ টাকার ও জুন মাসে ১০ কোটি ৫২ লাখ টাকার বেশি বিক্রি করেছেন। তবে জানুয়ারি মাসে ১৭৫ কোটি ২৯ লাখ টাকার এবং ফেব্রুয়ারি মাসে ৩২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট বিক্রির চেয়ে বেশি কিনেছিলেন।