• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচন: চলছে ভোট গণনা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০১৯  

অস্ট্রেলিয়ায় চলছে জাতীয় নির্বাচন। শনিবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। এবারের নির্বাচনে দেশজুড়ে প্রায় সাত হাজার ভোট কেন্দ্রে রেকর্ড সংখ্যক দেড় কোটিরও বেশি ভোট পড়েছে।

অস্ট্রেলিয়ায় প্রতি তিন বছর পরপর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির রাজনীতিতে বিরাজমান অস্থিরতার কারণে ২০০৭ সালের পর কোনো প্রধানমন্ত্রীই তার পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি।

ক্ষমতাসীন দল লিবারেল-ন্যাশনাল পার্টি টানা তৃতীয় মেয়াদের জন্য লড়াই করছে। যদিও দলটির মধ্যে চরম অন্তর্দ্বন্দ্ব বিরাজ করছে। নিজ দলের ভেতরে বিদ্রোহের কারণে মাত্র নয় মাস আগে দলীয় নেতৃত্ব হারান ম্যালকম টার্নবুল, সেই সঙ্গে প্রধানমন্ত্রীত্বও।

গেল বছর আগস্টে দলের নেতা নির্বাচনের ভোটাভুটিতে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী স্কট মরিসনের কাছে হেরে যান। ওই হারের পর টার্নবুল পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। নতুন প্রধানমন্ত্রী হন মরিসন।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল লিবারেল-ন্যাশনাল পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধী দল লেবার পার্টি। বুথ ফেরত জরিপগুলো জানিয়েছে, এখন পর্যন্ত তাদের পাওয়া তথ্যানুযায়ী বিরোধী দল লেবার পার্টিই স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। 

এদিকে এবারের নির্বাচনে যদি লেবার পার্টি বিজয়ী হয় তবে টানা দুই মেয়াদ পর তারা ফের দেশটির ক্ষমতায় আসবে এবং অস্ট্রেলিয়া পাবে চার বছরের মধ্যে চতুর্থ প্রধানমন্ত্রী।