• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ফল বিক্রেতার মেয়ে গ্র্যাজুয়েট, বাবা-মাকে স্বর্ণপদক উৎসর্গ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বাবা সড়কে ফল বিক্রি করে আয় করেন। আর মা ঘরে সেলাইয়ের কাজ করে সংসারে বাড়তি সহায়তা যোগান। তবে বাবার ফল বিক্রির টাকায় মেয়ে গ্র্যাজুয়েট হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন। সেই স্বর্ণপদকটি বাবা-মার উদ্দেশ্যেই উৎসর্গ করলেন গ্র্যাজুয়েট মেয়ে নুরুল সাবাহ।

সাবাহ পাকিস্তানের ফয়সালাবাদের আবদুল গাফফারের মেয়ে। তিনি লাহোরের ইউনিভার্সিটি অব এ্যাডুকেশন থেকে অর্থনীতিতে এমএসসি করেছেন। ওই বিশ্ববিদ্যাল থেকে ১২ হাজার শিক্ষার্থীদের মধ্যে ১৫৮ জনকে স্বর্ণপদক দেয়া হয়েছে। তার মধ্যে সাবাহ একজন।

সাবাহের বাবা পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানান, মেয়েকে লেখাপড়ার জন্য সব সময় সমর্থন জুগিয়েছি। মেয়ের এমন অর্জনের জন্য শুকরিয়া আদায় করেন তিনি।

পাকিস্তান সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানে সবচেয়ে ব্যয়বহুল ব্যাপার হচ্ছে উচ্চ শিক্ষা অর্জন। অনেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত পড়ে ঝরে পড়েন। তবে সাবাহের পরিবার তার উচ্চ শিক্ষার জন্য থামেনি।