• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে আধুনিক গাজর ধোয়ার যন্ত্র প্রদর্শন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২২  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংগাইর মানিকগঞ্জ এর উদ্যোগে মানিকগঞ্জ জেলার চর নয়াডাঙ্গী, সিংগাইর এলাকায় অনুষ্ঠিত হলো সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মেটালের উদ্ভাবিত ও বারি অনুমোদিত গাজর ধোয়ার যন্ত্র প্রদর্শনী।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সাইদুল ইসলাম, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; কৃষিবিদ বেনজির আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা; কৃষিবিদ বশির আহমদ সরকার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল, ঢাকা। আগত অতিথি বৃন্দ প্রদর্শণী স্থান ঘুরে দেখেন এবং মেটালের এই যন্ত্রের মাধ্যমে গাজর ধৌতকরণ প্রক্রিয়া সরাসরি দেখেন।

মেটাল বাংলাদেশের অন্যতম সেরা কৃষিযন্ত্র উৎপাদন, বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠান যারা কৃষি যান্ত্রিকীকরণের সকল ক্ষেত্রে, যেমন জমি চাষের জন্য ট্যাফে এবং আইশার ট্রাক্টর, মেটাল পাওয়ার টিলার, বীজ-বপনে সিডার, ধানের চারা রোপনে ওয়ার্ল্ড রাইস ট্রান্সপ্লান্টার,ধান কাটা মাড়াই ঝাড়াই ও বস্তাবন্দি তে ওয়ার্ল্ড কম্বাইন হারভেস্টার, ধানকাটাতে মেটাল রিপার, কৃষিপণ্য পরিবহনে ম্যানুয়াল ও হাইড্রোলিক ট্রলি, সুলভমূল্যে কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে।

প্রদর্শনী প্রাঙ্গনে আরো উপস্থিত ছিলেন মেটালের সিনিয়র উপ-মহাব্যবস্থাপক জহুরুল আলম, সিনিয়র সহকারী মহাব্যবস্থাপক আসাদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।