• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

চমক থাকতে পারে বিশ্বকাপ স্কোয়াডে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

ক্রিকেটের সব থেকে বড় আসর বিশ্বকাপ  শুরু হতে আর মাত্র ৪৯ দিন বাকি। এরই মধ্যে অনেক দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। অন্যরাও ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের দল নিয়েও চলছে আলোচনা। তবে স্কোয়াড প্রস্তুত বলা যায়। দুই-একটি জায়গা নিয়েই চলছে আলোচনা।

বুধবার প্রধান নির্বাচন মিনজাজুল আবেদিন নান্নুর কথায় বোঝা যায়, হয়তো বড় কোনো চমক থাকছে দলে! দুই একজনকে দলে নিলেও তা নিয়ে ভালোভাবেই ভাবতে হচ্ছে নির্বাচকদের।
 
তিনি বলেন, ‘এটা বলা এখন কঠিন, নতুন একজনকে দলে নেবো কী না। এনিয়ে কিন্তু চিন্ত ভাবনা করা হচ্ছে, দুই-এক দিনের মধ্যেই আমরা পুরো স্কোয়াডটাই রেডি করে ফেলবো। কিছু চমক থাকতেও পারে, হয়তো একজন থাকতে পারে বা দুইজনও থাকতে পারে। আগে চূড়ান্ত করি স্কোয়াডটা, তারপরও আপনারা জানবেনই।’

তবে চলমান প্রিমিয়ার লিগের পারফর্মেন্সে নিয়ে নান্নু বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, অনেক বড় পরীক্ষা এটা। অবশ্যই এটা এমন একটা মঞ্চ, বিশ্বের সবচাইতে সেরা মঞ্চ। সেই হিসেবে চিন্তা অবশ্যই থাকবে দল গঠন নিয়ে। কেমন করে দল, এটা নিয়ে কিন্তু সবসময় চিন্তা ভাবনা থাকবে। তারপরও বাইরের অনেক প্লেয়ারকে নিয়ে চিন্তা ভাবনার কারণ আছে। দেখা যাক, আগে সামনের সুপার লিগের ৩টা ম্যাচ শেষ হোক।’

মিনহাজুল আবেদিন নান্নু জানান, আগামী ১৮ এপ্রিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।