• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বদলে যেতে পারে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০১৯  

ক্লাবের প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মত বড় প্রতিযোগিতার ফরম্যাটেও বেশ পরিবর্তন আনার কথা ভাবছে উয়েফা। তবে ইউরোপের দলগুলোর অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন উয়েফার সভাপতি অ্যালেক্সান্দার চেফেরিন।

গত সপ্তাহে উয়েফার এক বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন লিগের একাধিক প্রতিনিধি। বৈঠকে তিন স্তর বিশিষ্ট একটি প্রতিযোগিতার প্রস্তাবনা দেখানো হয়েছে। যেখানে ইউরোপিয়ান ক্লাবগুলোর তিন স্তরের মধ্যে ওঠা-নামা করার সুযোগ থাকবে। বর্তমান চ্যাম্পিয়নস লিগের আঙ্গিকে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা হবে। দল থাকবে ৩২টি, ২৪টি দল পরের মৌসুমে সর্বোচ্চ পর্যায়ে জায়গা ধরে রাখবে।

তবে চলতি সপ্তাহে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মান ও ফ্রেঞ্চ ফুটবল লিগ। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস আশংকা প্রকাশ করেছেন এমন হলে ঘরোয়া প্রতিযোগিতার মাধ্যমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেয়ার ঐতিহ্য ভেঙ্গে পড়বে।

তবে চেফেরিন আশ্বস্ত করেছেন, সবার সঙ্গে আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন। এমনকি, ইউরোপিয়ান ফুটবলের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্তই তারা নেবেন না।