• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

‘বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের সাকিব হতে পারতাম না’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি। বৃহস্পতিবার তার ফেসবুক আইডিতে এই শ্রদ্ধা জানান।

সাকিব লিখেছেন, আমাদের মাঝে আপনি আজ না থাকলেও আপনার কথা, কাজ ও চেতনা থেকে আরো সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রেরণা পাই আমরা। আপনি যদি এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নটা না দেখাতেন তবে আমি বাংলাদেশের সাকিব হতে পারতাম না।

টেস্ট ও টি-২০ অধিনায়ক আরো লিখেন- প্রয়াণ দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতির পিতা ও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি সেই কাল রাতে নিহত হওয়া উনার পরিবারের বাকি সদস্যদেরও। আমরা শোকাহত।