• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঢাবিতে ডেঙ্গু রোগ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র উদ্বোধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

দেরিতে হলেও বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতরুজ্জামান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টসের (বিএসিবি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ‘বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র’চালু করা হয়।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উদ্বোধন করা হয় এই কেন্দ্রের ।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা । এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতরুজ্জামান বলেন, প্রতিমাসের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিষ্কার করা হবে।

এই কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরিক্ষার নির্দেশ দেন উপাচার্য।

সভাপতির বক্তব্যে এমরান কবির চৌধুরী বলেন, এখানে যারা সেবা দেবেন তারা বিভিন্ন হাসপাতালে এসব পরীক্ষার সঙ্গে জড়িত। বিনামূল্যে হচ্ছে দেখে এটার মান খারাপ হবে সেটি ভাবার কোনো অবকাশ নেই।