• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

কালিয়াকৈরে কুকুরের কামড়ে ২০ নারী ও শিশু আহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর এলাকায় গতকাল সোমবার পাগলা কুকুরের কামড়ে ২০ শিশু ও নারী আহত হয়েছেন। সফিপুর বাজার ও পশ্চিমপাড়া এলাকায় নারী ও শিশুরা পাগলা কুকুরের কবলে পড়েন।

এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরে উপদ্রব বৃদ্ধি পেয়েছে। একটি পাগলা কুকুর সফিপুর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। বাজার ও বাজারের পাশে স্কুলে যাওয়া-আসার পথে ওই কুকুর মানুষকে কামড়াতে থাকে।

এ সময় কুকুরের কামড়ে মৌসুমী, সমিতা রানী, রহিমা বেগমসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতরা সবাই বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। পাগলা কুকুর কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুকুরের কামড়ে আহত মৌসুমী রহিমা খাতুন জানায়, তারা সড়ক দিয়ে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে পেছন থেকে একটি কুকুরে কামড়ে দেয়।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদ জানান, খবর পেয়ে ওই এলাকায় গিয়ে আটটি কুকুর মেরে ফেলা হয়েছে। তবে আটটি কুকুরের মধ্যে ওই পাগলা কুকুর রয়েছে কিনা, তা বুঝতে পারছি না।