• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে বিজ্ঞান বিতর্ক উৎসব

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯  

 ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজে জেলা পর্যায়ের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব  অনুষ্ঠিত হয়েছে। উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে  টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা চ্যাম্পিয়ন এবং সদর উপজেলার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে।

 শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মোঃ তাসকিনুল হুদা সাকিব। প্রতিযোগিতা শেষে ইকবাল সিদ্দিকী কলেজের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম আবুল খায়ের, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অসীম বিভাকর ও সংস্কৃতি ব্যক্তিত্ব লিয়াকত চোধুরী প্রমুখ।