• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

জাবিতে সাড়া ফেলেছে জাতীয় ছাত্রসমাজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ মে ২০১৯  

নতুন কমিটি আত্মপ্রকাশের পর প্রথম অনুষ্ঠানেই ব্যাপক সাড়া ফেলেছে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রসমাজ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা গতকাল মঙ্গলবার সংগঠনটির ইফতার মাহফিলে ব্যাপক ছাত্রসমাগম হয় এ অনুষ্ঠানকে ঘিরে ক্যাম্পাসে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুম ছাত্রছাত্রীদের আগমনে কানায় কানায় ভরে যায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন তিনি সহনশীল ও সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চায় অভ্যস্ত হতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন একইসঙ্গে ছাত্রসমাজকে জাতীয় রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস পুনরুদ্ধার ও ইতিবাচক অবদান রাখার আহ্বান জানান

সভাপতির বক্তব্যে জাবি শাখার আহ্বায়ক মাসউদী মামুনের তথ্যবহুল বক্তব্য ছাত্রছাত্রীদের দৃষ্টি কাড়ে তিনি বলেন, জাতীয় ছাত্রসমাজের কমিটিকে এক শ্রেণীর বুদ্ধিজীবী নেতিবাচক সমালোচনা করেন কিন্তু ছাত্রসমাজ গুটিকয় জনবিচ্ছিন্ন সমালোচকের ভয়ে কাঁপে না

 ছাত্র রাজনীতির দুরবস্থা ও ক্রান্তিকালীন নেতিবাচক দৃষ্টিভঙ্গি ঘোচাতে আমরা ‘জাতীয় ছাত্র সমাজ’ আবারও জেগে উঠার প্রয়াস চালাচ্ছি বাংলাদেশে জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রসমাজের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় সংসদে সম্মানজনকসংখ্যক সদস্য নিয়ে দেশবাসীর আশা ও আস্থা অর্জনে আমরা শাতভাগ সক্ষম হয়েছি

জাতীয় পার্টির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে দেশের জনগণ এখনও জাতীয় পার্টির ওপর আস্থা রাখে ছাত্রসমাজ সেই আস্থাকে আরও মজবুত করতে প্রাণপণ চেষ্টা করবে সবুজ সরকার শুভর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক সুলতান জিশান উদ্দিন প্রধান, জিয়াউল হক জুয়েল, নকিবুল হাসান নিলয় ও কেন্দ্রীয় ছাত্রনেতা ডা. আবদুল্লাহ আল ফাত্তাহ

আমন্ত্রিত অতিথি ছিলেন এসএম রেজাউল ইসলাম হাসিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের যুগ্ম-আহ্বায়ক ইরফাত শেখ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শহিদ হাসান সৈকত